Educare Ideal School & College

২৫ মার্চের ভয়াল রাত ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা

বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের ২৫ মার্চ এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।

এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ২৫ মার্চের ভয়াল রাত ও মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম টুকু। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Write a comment