আসসালামু আলাইকুম।
এতদ্বারা প্লে থেকে দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ও যুগোপযোগী শিক্ষার্থী প্রস্তুতকরণে আন্তর্জাতিক মানের ISO (9001:2015) সনদ অর্জনকারী প্রযুক্তি নির্ভর এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একজন শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি নৈতিক, শারীরিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদানসহ, বিদেশ ভ্রমণের মাধ্যমে উৎসাহিত করে থাকে। এরই ধারাবাহিকতায় শ্রেণি ভিত্তিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে বিদ্যালয় ভবনে দিনব্যাপি গেট টুগেদার আয়োজন করতে যাচ্ছে। আগামী ০৫/১০/২০২৩ খ্রি. মধ্যে জন প্রতি ৩৫০/- (তিন শত পঞ্চাশ) টাকা (খাবার ও অন্যান্য) রেজিষ্ট্রেশন ফিস হিসাব শাখায় জমা দিয়ে নিবন্ধন করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
উক্ত গেট টুগেদার আপনার সন্তানের মানসিক ও সৃজনশীল প্রতিভার বিকাশ, বন্ধু ভাবাপন্ন হওয়া এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের দৃঢ় বন্ধনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে। তাই উক্ত গেট টুগেদারে আপনাদের অংশগ্রহণ একান্ত কাম্য। গেট টুগেদারের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।